আসছে CYCLONE 'মোচা'! খোলা হচ্ছে কন্ট্রোল রুম

রাজ্যে আছড়ে পড়তে পারে মোচা। এই নিয়ে আগেভাগেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজ্য সরকার। কন্ট্রোল রুম তৈরি করার পাশাপাশি বিপর্যয় মোকাবিলায় নেওয়া হচ্ছে যাবতীয় পদক্ষেপ।

New Update
Cyclone Sitrang: ৮ জেলায় হাই অ্যালার্ট জারি প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা: আরো শক্তি বাড়িয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা (Cyclone Mocha)। ভয়ঙ্কর হতে পারে তার ধ্বংসলীলা, এমনটাই জানা গেছে হাওয়া অফিস (Weather Office) সূত্রে। পশ্চিমবঙ্গে (West Bengal) এই ঘূর্ণিঝড় আঘাত হানলে তছনছ হয়ে যেতে পারে সবকিছু। সেই দুর্যোগ সামলাতে প্রস্তুতি শুরু করেছে পুর কর্তৃপক্ষ। ঝড়-বৃষ্টিতে গাছ পড়লে তা দ্রুত সরাতে বরো ভিত্তিক দল তৈরি করা হচ্ছে। কন্ট্রোল রুমে (Control Room) শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন ২৪ ঘণ্টা। সিইএসসির সঙ্গে যোগাযোগ রক্ষা করে কাজ করবে কলকাতা পুরসভা। নিকাশির জন্য চালু থাকবে ৪০৮টি পাম্প।

ad.jpg