হাইকোর্টে ধাক্কা রাজ্য সরকারের! SSC মামলার মাঝেই ফের শিক্ষকদের নিয়ে বিরাট নির্দেশ

রাজ্যে ইতিমধ্যেই SSC মামলা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে জানা গিয়েছে ২০১৭ সালের দায়ের করা এক মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
mamathighcourtk.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে ইতিমধ্যেই SSC মামলা নিয়ে চলছে জল্পনা। এরই মধ্যে জানা গিয়েছে ২০১৭ সালের দায়ের করা এক মামলায় হাইকোর্টে ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। ২০১৪সালেরটেট পরীক্ষায়প্রশ্নভুলনিয়ে২০১৭সালেকলকাতাহাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়।

mamata sadq2.jpg

প্রসঙ্গত, সেই মামলায় মামলাকারীদের অভিযোগ প্রমাণ হওয়ায় নম্বরবাড়িয়েচাকরিদিতেহবেবলেনির্দেশদিয়েছিলেনবিচারপতিসমাপ্তিচট্টোপাধ্যায়। অভিযোগ উঠেছে, হাইকোর্টেরনির্দেশেনিয়োগকরাহলেওচাকরিপ্রাপকদেরমধ্যেকয়েকজনপ্রাপ্যচাকরিসুবিধাপাচ্ছেননা।

mamatadh.jpg

এই মামলাতেইকলকাতাহাইকোর্টেধাক্কাখেল রাজ্যসরকার।জানা গিয়েছে, অনিমেষকর্মকারনামেএকপ্রাথমিকশিক্ষকেরকরা মামলায়প্রশ্নেরমুখেপড়েছে প্রাথমিকশিক্ষাপর্ষদেরভূমিকা।কলকাতাহাইকোর্টেরবিচারপতিরাজাশেখরমান্থারএজলাসেমামলাউঠলেপড়ে তিনি সাফ জানিয়েছেন, সংশ্লিষ্টশিক্ষককেন্যায্যপ্রাপ্যফিরিয়েদিতেহবে।

বিচারপতিনির্দেশ দিয়েছেন, রাজ্য সরকারেরভুলেচাকরিতেযোগদিতেদেরিহয়েছে।তাইওইশিক্ষককেন্যায্যপ্রাপ্যদিতেহবে।কলকাতা হাইকোর্টেরনির্দেশ অনুযায়ী, মামলাকারীকে২০১৭সালথেকেসিনিয়রিটিএবংইনক্রিমেন্টধার্যকরতেহবে।