/anm-bengali/media/media_files/2025/10/28/100-days-work-2025-10-28-13-18-09.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ১০০ দিনের কাজ নিয়ে আইনি লড়াইয়ে বড় সাফল্য পেল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের রায়ে অবশেষে পশ্চিমবঙ্গের পক্ষে সিদ্ধান্ত এসেছে, যা রাজ্যের রাজনৈতিক মহলে এক গুরুত্বপূর্ণ জয় হিসেবেই দেখা হচ্ছে। তবে এখানেই থেমে নেই মামলা। একই বিষয়ে এখনও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে, আর সেই মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েই ফের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য। আগামী ৭ নভেম্বর শুনানি হবে সেই মামলাগুলির।
এর আগে কলকাতা হাইকোর্ট এই মামলায় কিছু নির্দেশ দিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে এখন কার্যত সমস্ত জট কেটে গিয়েছে। চার বছর পর আবার রাজ্যে একশো দিনের কাজ (MGNREGA) শুরু হতে চলেছে। সেই সঙ্গে কেন্দ্র সরকারকে রাজ্যের সব বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/01/16/2ipKWIAhWPe8tTGk8oV5.jpg)
রাজ্যের দাবি, কেন্দ্রের অন্যায্য অর্থ বঞ্চনার ফলে প্রায় দুই বছর ধরে বন্ধ ছিল একশো দিনের কাজের অর্থপ্রদান। এই বঞ্চনা নিয়েই তৃণমূল কংগ্রেস বারবার সরব হয়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ধর্না আন্দোলনে বসেছিলেন, সংসদেও তৃণমূল এই বিষয় তুলে ধরে কেন্দ্রকে আক্রমণ করে।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে লেখেন, “বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের পরাজয়। এই রায় ঐতিহাসিক”। অভিষেকের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তাপমাত্রা আরও চড়ে গিয়েছে।
পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “হাইকোর্টের রায়ে পরিস্কারভাবে উল্লেখ আছে, কেন্দ্রীয় টিম তাদের রিপোর্টে একাধিক অনিয়মের কথা বলেছে। অর্থাৎ আদালতও স্বীকার করেছে দুর্নীতি হয়েছে”।
রাজ্যের মতে, আদালতের এই রায় প্রমাণ করেছে, কেন্দ্র রাজনৈতিক কারণে বাংলাকে আর্থিকভাবে বঞ্চিত করেছে। তবে বিরোধীরা দাবি করছে, দুর্নীতির তদন্ত শেষ না হলে কোনও জয় নয়, বরং সেটি কেবল ‘আংশিক স্বস্তি’।
এই আবহেই এখন নজর ৭ নভেম্বরের হাইকোর্ট শুনানির দিকে। কারণ, সেখানে মুলতুবি থাকা মামলাগুলির রায় নির্ধারণ করবে — রাজ্যে একশো দিনের কাজের অর্থপ্রদান ও প্রকল্পের পুনরায় বাস্তবায়ন কত দ্রুত শুরু হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us