রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনার! কী প্রশ্ন করলেন রাজ্যপাল?

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

author-image
Aniruddha Chakraborty
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বের শুরুর দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত গোলমালের অভিযোগ। মনোনয়ন ঘিরে প্রথম দিনেই অব্যবস্থার অভিযোগ উঠেছে। এছাড়া বিরোধীদের মনোনয়নে বাধার অভিযোগ তো আছেই। এসবের মধ্যেই আজ রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিল বঙ্গ বিজেপির এক প্রতিনিধি দল। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে রাজভবনে তলব করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুর ১ টা ৪৫ মিনিট নাগাদ রাজভবনে গিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার।

জানা গিয়েছে, মনোনয়ন পর্বের শুরুতে অশান্তির জন্য বাহিনী নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে প্রশ্ন করেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, 'পর্যাপ্ত বাহিনী আছে কি? কেন্দ্রীয় বাহিনী আনছেন কি?'

রাজ্যপালের প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, 'সাধারণত কেন্দ্রীয় বাহিনী আনার সিদ্ধান্ত আদালত নেয়, মামলা বিচারাধীন, তাই আদালতের দিকে আমরা তাকিয়ে আছি।' 

সূত্রে খবর, প্রায় ৪৫ মিনিট রাজভবনে ছিলেন রাজীব সিনহা। পঞ্চায়েত নির্বাচনে কোনওভাবে গন্ডগোল বরদাস্ত করা হবে না, তা এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন রাজ্যপাল।