জোর করলেই বিপদ! পঞ্চায়েতে ভোটে বড় স্টেপ নিল নির্বাচন কমিশন

এবার পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন। দেওয়াল লিখন নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

New Update
state election

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: দেওয়াল লিখনের জোর-জবরদস্তি করা যাবে না। ব্যক্তিগত মালিকানাধীন জায়গায় দেওয়াল লিখন বা পোস্টার ও ব্যানার লিখতে বা দিতে গেলে মালিকের থেকে লিখিত অনুমতি নেওয়া দরকার। প্রার্থী বা রাজনৈতিক দলকে আগে থেকে লিখিত অনুমতি নিতে হবে ব্যক্তিগত মালিকানাধীনে থাকা সম্পত্তির মালিকের থেকে। এই মর্মে  বিভিন্ন জেলাগুলিকে নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন। যদি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রাজনৈতিক দল বা প্রার্থীর কাছ থেকে সেই লিখিত অনুমতির কপি চান তাহলে সেটাও দিতে হবে প্রার্থী বা রাজনৈতিক দলকে। এই নিয়ম কোনওভাবে অমান্য করা হলে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও প্রার্থীকে নোটিশ জারি করবে জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।