রাজ্য বিজেপিতে শুরু শমীক অধ্যায়, আনুষ্ঠানিক ঘোষণা আগামীকাল

শমীক ভট্টাচার্যের নামেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Gu17adoWoAABtxu

File Picture

নিজস্ব সংবাদদাতা: বঙ্গ বিজেপির নেতৃত্বে আসতে চলেছে নতুন মুখ। সূত্রের খবর, রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য হতে চলেছেন রাজ্য বিজেপির নতুন সভাপতি। ইতিমধ্যেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি নির্বাচনের জন্য।

দলের অন্দরের খবর, আর কোনও ।প্রার্থী মনোনয়ন জমা দেবেন না বলেই মনে করা হচ্ছে ফলে সর্বসম্মতিক্রমে শমীক ভট্টাচার্যের নামেই সিলমোহর দিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের জায়গায় এবার দায়িত্ব নিতে পারেন শমীক ভট্টাচার্য। এর আগে দিলীপ ঘোষের পরে সুকান্ত দায়িত্ব নিয়েছিলেন। এবার এই তালিকায় যোগ হতে চলেছে শমীকের নাম।

Gu17Y0CXwAAizH8

বুধবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। ৪টে থেকে ৫টা স্ক্রুটিনি, ৫টা থেকে ৬টা প্রত্যাহারের সময়। সন্ধে ৬টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ হবে।

দলীয় সূত্রে ইঙ্গিত, শমীকই একমাত্র মনোনয়ন জমা দিয়েছেন। ফলে সন্ধে ৬টায় তাঁর নামই রাজ্য বিজেপির নতুন সভাপতির পদে ঘোষণা হতে চলেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।