তাপপ্রবাহ! রাস্তায় দাঁড়িয়ে 'ঠান্ডা' পান করছেন? বিপদ ডেকে আনছেন না তো?

প্রচন্ড গরমে গলা ভেজাতে অনেকেই রাস্তায় ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করেন। একদিকে যেমন কেউ কেউ পান করছেন ডাবের জল, আখের রস, অন্যদিকে, বরফ কুচি দিয়ে ঠান্ডা শরবৎ কিংবা লেবুর রসেও তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে।

author-image
Pallabi Sanyal
10 May 2023
summer drink

গরমে ঠান্ডা পান

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় মোচা আছড়ে পড়ার আগেই উল্টো প্রভাবে কুপোকাৎ শহরতলী। আকাশ রোদ ঝলমলে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে বলে সতর্ক করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। এদিকে ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। চলতে ফিরতে চাঁদিফাটা রোদে দাঁড়িয়েই চলছে ঠান্ডা পান। একদিকে যেমন কেউ কেউ পান করছেন ডাবের জল, আখের রস, অন্যদিকে, বরফ কুচি দিয়ে ঠান্ডা শরবৎ কিংবা লেবুর রসেও তৃষ্ণা মেটাচ্ছেন অনেকে। কলকাতায়  ধরা পড়েছে সেই চিত্র। কিন্তু জানেন কি, রোদ মাথায় এভাবে ঠান্ডা পানীয় পান করলে হতে পারে চরম পরিণতি? চিকিৎসকরা বার বার সতর্ক করছেন এ বিষয়ে। প্রচন্ড গরমে গলা ভেজাতে অনেকেই রাস্তায় ঠান্ডা পানীয়র দোকানে ভিড় করেন। প্রচণ্ড রোদে রাস্তায় বেশিক্ষণ থাকলে যেমন হতে পারে সানস্ট্রোক, অন্যদিকে, ঠান্ডা-গরমে তেমন সর্দি-কাশি-জ্বরেও ভুগতে পারেন আপনি। তার ওপর বরফ গোলা জল হলো তো কথাই নেই। তাই সাবধান হন এখনই। প্রয়োজনে ওআরএস কিংবা নুন-চিনির জল রাখুন নিজের ব্যাগের জলের বোতলে। সঙ্গী করুন ছাতা ও সানস্ক্রিনকে।