নিজস্ব সংবাদদাতা: তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত বৈধ-অবৈধের তালিকা প্রকাশ সম্ভব, বাকিরা অবৈধ! বৈঠক থেকে বেরিয়ে এসে শিক্ষকদের প্রতিনিধি বলেন, "চেয়ারম্যান আমাদের বললেন, ফোর্থ কাউন্সেলিং থেকে বাকিরা কেউ বেতন পাবেন না ৷ তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পাননি ৷ তাদের চাকরি থাকবে না ৷ এটা কী আবদার ? দুর্নীতি করল সরকার আর আমাদের সকলকে অযোগ্য বলে দিল ? এসএসসি অফিস জ্বালিয়ে দেব আমরা ৷ অনারা ডিভিশন তৈরি করতে চাইছে ৷ আমাদের দাবি, রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দুই কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করুন ৷ আর সকলের সামনে এসে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীকে বলতে হবে, তাদের দুর্নীতির জন্য আমাদের চাকরি গেল ৷ কোনও তালিকা এসএসসি প্রকাশ করবে না বলে জানিয়ে দিয়েছে ৷"
/anm-bengali/media/media_files/2025/04/11/1000185253-824280.webp)