নিয়োগ দুর্নীতি : সুবীরেশ-নীলাদ্রির 'নারী' যোগ ভাবাচ্ছে সিবিআইকে!

তদন্তের শুরুতে গোয়ান্দারা তার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তখনই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। আগামীতে প্রয়োজনে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে সিবিআই। তাকে তলবের সম্ভাবনাও রয়েছে বলে খবর সিবিআই সূত্রে।

author-image
Pallabi Sanyal
New Update
subiresh niladri

সুবীরেশ ভট্টাচার্য ও নীলাদ্রি দাস

নিজস্ব সংবাদদাতা : নিয়োগ দুর্নীতি মামলায় নজরে এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য ও নাইসার প্রক্তন কর্তা নীলাদ্রি দাসের যোগাযোগকারী মাধ্যম এসএসসি-র এক মহিলা আধিকারির। তার বিষয়ে এবার নতুন করে তদন্ত শুরু করল সিবিআই। ইতিমধ্যেই মহিলা আধিকারিকের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তদন্তকারী অফিসাররা। জানা যাচ্ছে যে মহিলা আধিকারিক এসএসসির প্রাক্তন কর্তা সুবীরেশ ভট্টাচার্যের নির্দেশেই ওএমআর শিটে নম্বরের তারতম্য ঘটাতেন। এসএসসির নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলার চার্জশিটে রয়েছে ওই মহিলা আধিকারীকের নাম। তদন্তের শুরুতে গোয়ান্দারা তার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন। তখনই বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। আগামীতে প্রয়োজনে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারে সিবিআই। তাকে তলবের সম্ভাবনাও রয়েছে বলে খবর সিবিআই সূত্রে।