/anm-bengali/media/media_files/BitTBNLpDZw5peHPSrBn.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) প্রকাশ করেছে ‘দাগি অযোগ্য’ চাকরিপ্রাপকদের নামের তালিকা। কিন্তু সেই তালিকা নিয়েই এবার নতুন বিতর্ক। তালিকাভুক্ত প্রার্থীদের একাংশ সোমবার কলকাতা হাইকোর্টে গিয়ে পরীক্ষায় বসার অনুমতি চেয়েছেন।
আদালতে তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোন ভিত্তিতে তাঁদের ‘দাগি’ বলা হল? কে ঠিক করল তাঁরা অযোগ্য? মামলাকারীদের আইনজীবীর প্রশ্ন— কলকাতা হাইকোর্ট আগেই ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’ দুই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সুপ্রিম কোর্টও সেই রায়ে হস্তক্ষেপ করেনি। তবুও কেন কেবল ‘দাগি অযোগ্য’দের নাম প্রকাশ করা হল, আর ‘যোগ্যদের’ তালিকা গোপন রাখা হল?
প্রসঙ্গত, গত ২৯ অগস্ট সুপ্রিম কোর্ট এসএসসি-কে নির্দেশ দিয়েছিল নির্ধারিত দিনেই পরীক্ষা নিতে হবে এবং কোনওভাবেই যেন ‘দাগি অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় না বসতে পারেন। সেই নির্দেশ মেনেই শনিবার প্রকাশিত হয় ১৮০৪ জনের নামের তালিকা। রবিবার আরও দু’জনের নাম যোগ হওয়ার পর বর্তমানে সেই তালিকায় মোট ১৮০৬ জন রয়েছে।
মামলাকারীরা আদালতে প্রশ্ন তুলেছেন, কিছু দিন আগে যখন তাঁরা পরীক্ষায় বসার ফর্ম জমা দিয়েছিলেন, তখন কেন তাঁদের আটকানো হয়নি? এখন হঠাৎই কেন ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হচ্ছে?
মঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আদালতের রায়েই নির্ধারিত হবে, ‘দাগি অযোগ্য’দের দাবি মানা হবে কি না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us