New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা - আজ চাকরিহারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল বিকাশ ভবন চত্বর। আর এবার রাত পড়তে না পড়তেই ফের একবার চরম উত্তপ্ত হয়ে উঠলো বিকাশ ভবন চত্বর। ব্যাপক পুলিশি নির্যাতনের শিকার হলেন চাকরিহারা শিক্ষকরা। সূত্রের খবর পুলিশের লাঠিচার্জের ফলে গুরুতর ভাবে আহত হয়েছেন একাধিক শিক্ষক। পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছেন একাধিক শিক্ষক। অনেক মহিলা শিক্ষকের অভিযোগ পুরুষ পুলিশরাও তাদের ওপর লাঠিচার্জ করেছেন। পুলিশি অত্যাচারের ফলে মাটিতে পরে কাতরাচ্ছেন অনেক শিক্ষক। দফায় দফায় শিক্ষক-পুলিশ সংঘাত ক্রমশ বেড়েই চলেছে।
/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us