New Update
/anm-bengali/media/media_files/tz6aE3HhOn40GW2o6y60.jpg)
নিজস্ব সংবাদদাতা: এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আর এর ফলে এক ধাক্কায় চাকরি চলে যায় প্রায় ২৬০০০ জনের।
/anm-bengali/media/media_files/zHZzYZNrU92dqS3SP6Qm.jpg)
হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ।
/anm-bengali/media/media_files/6Nx7XLSrDCDLlAWbvUrP.jpg)
এই মামলায় এবার বিরাট আপডেট এই যে ওই বেঞ্চ অন্য মামলায় ব্যস্ত থাকায় ২৬০০০ চাকরি বাতিল মামলার শুনানি করা হল না।
/anm-bengali/media/media_files/KiimFSSfcZsixxNcVW4I.jpg)
আগামী ১৩ অগস্ট ফের হবে শুনানি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us