নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টে এখনও চলছে এসএসসি দুর্নীতির মামলা। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত মাসে কমিশনের ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। চাকরি চলে যায় প্রায় ২৬০০০ জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল।
/anm-bengali/media/media_files/ZfH7yEJTg9Z2d6GIblCt.jpg)
সুপ্রিম কোর্ট শর্ত দিয়েছে যে মুচলেকা দিয়ে স্কুলে আসতে হবে সকলকে। ভোট শেষ হওয়ার পর ৩ জুন রাজ্যের সমস্ত স্কুল খুলতেই শিক্ষক-শিক্ষাকর্মীরা কাজে যোগ দিয়েছেন। তবে মুচলেকা দেননি। এবার CBI ও SSC দ্বারা চিহ্নিত 'অযোগ্য' শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে শিক্ষা দফতর। চলতি সপ্তাহেই আসবে তালিকা।
/anm-bengali/media/post_attachments/35ea9eef0da483a707d112493c77f1d7606bdd9091f63a1c7a549cfcb3a66070.webp)