/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর এবার অবশেষে 'দাগি' শিক্ষকদের তালিকা প্রকাশ করলো এসএসসি (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবশেষে নিজেদের ওয়েবসাইটে দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করলো এসএসসি (SSC)। কিন্তু এতকিছুর পরেও এই তালিকা নিয়ে বেশকিছু ধোঁয়াশা ঠিক রয়েই গেল। এসএসসি (SSC)-এর প্রকাশিত এই তালিকায় মূলত দাগি শিক্ষকদের নাম, রোল নাম্বার ও সিরিয়াল নম্বর দেওয়া হলেও,তারা কোন স্কুলে কর্মরত ছিলেন বা কোন বিষয় পড়াতেন বা তারা কোন জেলার শিক্ষক ছিলেন সেইসমস্ত কিছুর কোনও উল্লেখ নেই। ১ নম্বর তালিকা হিসেবে প্রকাশিত এই তালিকায় মোট ১৮০৪ জনের নাম প্রকাশ করেছে এসএসসি (SSC)।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/12/9yGcw0EGIJ8GCgVGE99b.jpg)
এই দাগি শিক্ষকদের তালিকায় প্রথম নামটি হল অবনীন্দ্রনাথ মন্ডল ও শেষ নামটি হল জুবাড়িয়া জামাল। প্রায় ১৯০০ শিক্ষকের নাম প্রকাশ করা হলেও কেন ১৮০৪ জনের নাম প্রকাশ করা হল সেই নিয়েই ইতিমধ্যেই চড়িয়েছেন বিরোধীরা। কেন একসাথে সমস্ত দাগিদের নাম সুচারুভাবে প্রকাশ করা গেল না সেই নিয়েও উঠছে প্রশ্ন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us