রাজপথে ফের বিক্ষোভ, স্পষ্ট জানালেন—রাজনীতি নয়, শিয়ালদহ থেকে অরাজনৈতিক মিছিল

এসএসসি-র যোগ্য-অযোগ্য তালিকা দ্রুত প্রকাশের দাবি ও পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবার ও শুক্রবার পরপর দুই দিন রাজপথে নামছেন চাকরিপ্রার্থীরা।

author-image
Debapriya Sarkar
New Update
Ssc

নিজস্ব সংবাদদাতা : চাকরিপ্রার্থীদের উপর পুলিশ লাঠি চালানোর প্রতিবাদে এবং এসএসসি-র যোগ্য-অযোগ্য প্রার্থীদের তালিকা তাড়াতাড়ি প্রকাশ করার দাবিতে ফের রাস্তায় নামছেন চাকরিপ্রার্থীরা। আজ,  বৃহস্পতিবার দুপুর ১২টার সময় শিয়ালদা স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত একটা বড় মিছিলের ডাক দেওয়া হয়েছে।

publive-image

উল্লেখ্য, বুধবার এক সাংবাদিক বৈঠকে আন্দোলনকারীরা জানিয়েছেন, শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও আন্দোলন চলবে। শুক্রবার করুণাময়ী থেকে মিছিল শুরু হবে, তারপর এসএসসি অফিস ঘেরাও করা হবে।

publive-image

ওই সাংবাদিক বৈঠকে তাঁরা স্পষ্ট করে বলেন, এই আন্দোলনে কোনও রাজনৈতিক দলের যোগ নেই। তাঁরা চান, তাঁদের সঙ্গে যেন সাধারণ মানুষ থাকেন, রাজনৈতিক নেতা-নেত্রী না থাকেন। চাকরিপ্রার্থীদের দাবি একটাই—যাঁরা পরীক্ষায় যোগ্য, তাঁরাই যেন চাকরি পান, আর সেই তালিকা যেন সরকার দ্রুত প্রকাশ করে।