/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকে ৫০ হাজার শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতে ফের রাজপথে নামলেন ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সকাল থেকেই বিধাননগরের করুণাময়ী মোড়ে জমায়েত করতে শুরু করেন আন্দোলনকারীরা। পরিকল্পনা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিস ঘিরে শান্তিপূর্ণ ডেপুটেশন কর্মসূচির। তবে জমায়েত শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিন সকাল ১০টা থেকে করুণাময়ী মেট্রো স্টেশন চত্বরে জড়ো হতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। মেট্রো স্টেশনের বাইরে থেকেই পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা শুরু করে।
তবে জমায়েত হঠাতে গেলে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। বেশ কয়েকজনকে চ্যাংদোলা করে পুলিশভ্যানে তোলে পুলিশ। ধস্তাধস্তির মধ্যে কয়েকজন আন্দোলনকারী অসুস্থও হয়ে রাস্তায় পড়ে যান।
/anm-bengali/media/post_attachments/4e896ad4-eae.png)
দুপুর ১টার মধ্যে পুলিশ সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও; বিকেল ৩টে নাগাদ শহরের বিভিন্ন দিক থেকে আরও দু’টি মিছিল এসে করুণাময়ীতে যোগ দিলে ফের উত্তাল হয়ে ওঠে এলাকা। পুলিশের সঙ্গে ফের ধাক্কাধাক্কি শুরু হয়। বিস্তীর্ণ অঞ্চলে যানজট দেখা দেয় এই আন্দোলনকে কেন্দ্র করে।
চাকরিপ্রার্থীদের বক্তব্য, "টেট পাশ করে দুই বছর কেটে যাচ্ছে। ইন্টারভিউয়ের নোটিসটুকুও দিচ্ছে না সরকার। অন্ততপক্ষে নিয়োগ প্রক্রিয়া শুরু হোক"।তাদের অভিযোগ, রাজ্য সরকার ৫০ হাজার শূন্যপদের কথা বললেও সেই মোতাবেক কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।
যা জানা যাচ্ছে, সন্ধ্যা পর্যন্ত আন্দোলনকারীদের একাংশ করুণাময়ী মোড়ে অবস্থান চালিয়ে যাচ্ছেন। রাজ্য প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিনিধি পৌঁছননি। তারা অবস্থান থেকে সরবেন না বলেই জানিয়েছেন।পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে বিধাননগর পুলিশ কমিশনারেট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us