/anm-bengali/media/media_files/sPEMJdpRplpXxK3i6Wrc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ পরীক্ষা ঘিরে আর কোনও গাফিলতি রাখতে নারাজ নবান্ন। আসন্ন ৭ এবং ১৪ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই দিনে যাতে কোনও অনিয়ম বা সমস্যা না হয়, সেই জন্যই শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে কড়া নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
মূল নির্দেশাবলিগুলি হল -
১ জেলা পর্যায়ে দায়িত্ব: প্রতিটি জেলায় পরীক্ষার তত্ত্বাবধানে থাকবেন অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার এক আধিকারিক।
২ পরীক্ষাকেন্দ্রে নজরদারি: প্রতিটি কেন্দ্রে উপস্থিত থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক।
৩ প্রশ্নপত্র পরিবহন: প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছনোর সময় সরকারি আধিকারিক বাধ্যতামূলকভাবে সঙ্গে থাকবেন।
৪ পুলিশি ব্যবস্থা: পুলিশ সুপারের নেতৃত্বে প্রতিটি কেন্দ্রে ফ্রিস্কিং বা শারীরিক তল্লাশি হবে। কীভাবে তা হবে, সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট জেলার পুলিশ।
৫ সিসিটিভি নজরদারি: সব পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/MrIyqwTEXKFQuFfeld6H.jpeg)
৬ মোবাইল নিষিদ্ধ: পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ধরা পড়লে পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হবে।
৭ পরিবহন ও রেল পরিষেবা: পরীক্ষার দিনে যথেষ্ট পরিবহন ব্যবস্থা রাখা হবে এবং রেলকেও স্বাভাবিক পরিষেবা বজায় রাখতে রাজ্য সরকার নির্দেশ দেবে।
নবান্নের নির্দেশে একটা বিষয় স্পষ্ট করা হয়েছে যে, এবারের পরীক্ষা নিয়ে কোনও শিথিলতা বরদাস্ত করা হবে না। প্রশাসন ও পুলিশের যৌথ নজরদারিতেই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নিয়োগ পরীক্ষা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us