New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নতুন পরীক্ষা বিধি নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে এসএসসি। "সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে। তবুও পুরনো বিধি অনুযায়ী নিয়োগের নির্দেশের পরেও কেন নতুন বিধি এনে জটিলতা? চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগে অংশ নিতে বারণ করা হলো না?৩০ মে-র বিজ্ঞপ্তিতে কেন স্পষ্ট করে দেওয়া হলো না? স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। সোমবারের মধ্যে উত্তর দিতে হবে রাজ্য সরকার এবং এসএসসিকে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/qak7SLBXqP6pQ4HufkYd.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us