অবশেষে স্থির হয়ে গেল দিন, SSC ঘোষণা করলো পরীক্ষার দিন

পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ssc ss.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। এবার সেই প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়োগ পরীক্ষার দিন ঘোষণা করল এসএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ সেপ্টেম্বর (নবম-দশম শ্রেণি) এবং ১৪ সেপ্টেম্বর (একাদশ-দ্বাদশ শ্রেণি) নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দু’টি দিনই দুপুর ১২টা থেকে শুরু হবে পরীক্ষা এবং পরীক্ষার সময়সীমা ১ ঘণ্টা ৩০ মিনিট। দৃষ্টিশক্তিহীন প্রার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ থাকবে। পরীক্ষার অন্যান্য নিয়মাবলী পরে জানানো হবে বলে জানিয়েছে কমিশন।

Ssc

কমিশন সূত্রে জানা গিয়েছে, লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের শেষ সপ্তাহে এবং নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হবে কাউন্সেলিং।