/anm-bengali/media/media_files/2025/04/11/1000185252-123530.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দাগিদের তালিকা প্রকাশের পরও পরীক্ষা বাতিলের দাবিতে ফের পথে নামলেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার সকালে সল্টলেকের এসএসসি ভবনের দিকে মিছিলের ডাক দেন তাঁরা। সেই অভিযানে বাধা দিতে প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। বিধাননগর, করুণাময়ী চত্বর থেকে সল্টলেকের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হয়। এমনকি প্রিজন ভ্যানও প্রস্তুত রাখা হয়েছিল।
চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের নেতৃত্বে করুণাময়ীতে জমায়েত হয় প্রতিবাদকারীরা। এসময় করুণাময়ী মেট্রো স্টেশনে নাটকীয় ঘটনা ঘটে। অভিযোগ, মেট্রো থেকে নামতেই সুমনকে হঠাৎই এক ব্যক্তি জাপটে ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সুমনের সঙ্গে থাকা সঞ্জয় বিশ্বাস সেই ঘটনার লাইভ সম্প্রচার করেন। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়— “চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে কোনও প্ররোচনা ছাড়াই ধরে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর নামে কোনও এফআইআর বা কেস নেই। তবুও পুলিশ আটকাচ্ছে"।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/07/QN8SFCM4aMXQHJ5Dm5OL.jpg)
ঘটনাস্থলে বিধাননগর নর্থ থানার অফিসাররাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, সুমন পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁকে আটকে রাখা হয়। পরে কোনওভাবে মেট্রো স্টেশনেই লুকিয়ে পড়েন তিনি।
এই ঘটনায় আন্দোলনকারীদের ক্ষোভ আরও তীব্র হয়েছে। তাঁদের প্রশ্ন— অযোগ্যদের বাদ দেওয়ার পরও কেন নতুন করে পরীক্ষা? এবং কেন শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করা হচ্ছে? তবে শত চেষ্টা করেও পুলিশ এদিন আন্দোলনকারী যোগ্য শিক্ষক সুমন বিশ্বাসকে আটকে রাখতে পারেনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us