পুলিশের লাগাতার চোখরাঙানি, স্থগিত হল শিক্ষকদের SSC ভবন অভিযান

আদিসপ্তগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Ssc

File Picture

নিজস্ব সংবাদদাতা: চাকরিহারা শিক্ষকদের সোমবারের SSC ভবন অভিযান আপাতত স্থগিত করা হল। লাগাতার গ্রেফতার ও পুলিশের কড়া অবস্থানের জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে।

কেন স্থগিত হল অভিযান? যা জানা যাচ্ছে, অডিয়োকাণ্ডে গ্রেফতার করা হয়েছে আন্দোলনের মুখ সুমন বিশ্বাসকে। পুলিশের দাবি, দুই চাকরিহারা শিক্ষকের ফোনালাপের অডিওতে পুলিশকে বোমা ও পাথর মারার পরিকল্পনার কথা শোনা গিয়েছে।এর পরে আদিসপ্তগ্রাম থেকে সুমনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।করুণাময়ী থেকে আরও দু’জন চাকরিহারাকেও আটক করা হয়েছে।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, "একের পর এক আমাদের সঙ্গীদের গ্রেফতার করা হচ্ছে, তাই আজকের কর্মসূচি স্থগিত রাখতে বাধ্য হলাম"।

Ssc

এদিন অভিযান উপলক্ষ্যে করুণাময়ী, মাদার টেরেসা সরণি ও এসএসসি ভবন সংলগ্ন এলাকায় মারাত্মক পুলিশি মোতায়েন করা হয়। সাদা পোশাকের পুলিশও টহল দিতে দেখা যায়। সম্ভাব্য রুটে টহল বাড়ানো হয়, যাতে আচমকা মিছিল করা না যায়।

এরপরই আন্দোলনকারীরা জানান, আজ অভিযান স্থগিত করা হল, কিন্তু দাবি থেকে এক ইঞ্চি সরছেন না তারা। সরকার চাকরি ফেরত না দিলে আবার নতুনভাবে আন্দোলন শুরু করবেন আন্দোলনকারীরা।