EXCLUSIVE: SIR প্রক্রিয়ার কাজ খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান

জানুন বিশদে।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 5.27.21 PM

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার SIR- এর গণনাপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। কাজ খতিয়ে দেখতে গিয়ে এই দিনেই এক বিশেষ অভিজ্ঞতার সম্মুখীন হলেন কমিশনের স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। এএনএম নিউজকে তিনি জানান যে বৃহস্পতিবার তিনি ফলতায় গিয়েছিলেন। হালদারপাড়ায় পৌঁছতেই হঠাৎ ২০ জনের বেশি মহিলাদের একটি দল তাকে ঘিরে ধরে দাবি করতে থাকে তাদের SIR চাই না। রাস্তা হয়নি, বাড়ি পায়নি, টাকা পায়নি তারা এমন নানা অভিযোগ তুলে রীতিমতো বিক্ষোভ দেখায় তারা। স্পেশাল রোল অবজারভার তাদের শান্ত করার এবং তাদেরকে বুঝিয়ে তাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করেন। তারা স্লোগান দিতে থাকে স্পেশাল রোল অবজারভার "বিজেপির দালাল"।

স্পেশাল রোল অবজারভার সি মুরুগান অভিযোগ করেছেন যে যেখানে যেখানে পর্যবেক্ষণে তিনি গেছেন সেখানেই ওই মহিলারাও তার পিছু ধাওয়া করেছে এবং তৃণমূলের পক্ষে স্লোগান দিয়েছে। তিনি এবার ব্যক্তিগতভাবে একটি রিপোর্ট পাঠাতে চলেছেন নির্বাচন কমিশনকে।

WhatsApp Image 2025-12-11 at 5.27.21 PM (1)