নিজস্ব সংবাদদাতা: সোনারপুর উত্তরে খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় লালঝান্ডার মিছিল ঢুকতে দেখে কান্না ধরে রাখতে পারলেন না এক মহিলা। সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ধরে হাউহাউ করে কেঁদে ফেললেন। সৃজন নিজে তাঁকে শান্ত করেন। এই ভিডিও ইনস্টাগ্রামে নিজে শেয়ার করেছেন সৃজন ভট্টাচার্য।
/anm-bengali/media/post_attachments/5f8330530890d160a3f2ecd210bede6458fc3c3d0db4186313a78d1d38cc730e.jpg)
পশ্চিমবঙ্গে ভোটের প্রচার হোক কিংবা ভোট হোক, সাধারণত সন্ত্রাসের ছবিই দেখে এসেছে বাংলার মানুষ। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছে এই দৃশ্য সত্যি বিরল।
/anm-bengali/media/post_attachments/1e6169709d9ce0b7f270d9be0c41b837188eb4e5d5971352af28e54ebfb19a0c.webp)