New Update
/anm-bengali/media/media_files/eCWVCUPoLnJ01WDQSB0h.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ মহালায়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করে গেছেন। সেদিন থেকেই এই প্যান্ডেল দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রথমার দিন থেকেই এই প্যান্ডেলের ভিড় সামলানো দায় হয়ে পড়েছে। রীতিমত পুলিশদের হিমসিম খেতে হচ্ছে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
এই অবস্থায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটারও সম্ভাবনা হয়ে থাকে। সেই দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে।
পুজো এখনও সেই অর্থে শুরু হয়নি। এখনই যদি এই অবস্থা হয়, তাহলে পুজোর বাকি দিনগুলো কি হবে তাই ভাবাচ্ছে নিরাপত্তা রক্ষীদের।
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us