নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দোল। নানান রঙের আবিরে নিয়ে খেলায় মেতে উঠবেন মানুষ যদিও এই দোল উৎসবে বাজার চলতি আবির ঘিরে মানুষজন সতর্ক থাকছেন। অধিক মুনাফা লাভের আশায় প্রচুর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে আবির। আর এই কেমিকেল মেশানো আবির থেকে ক্ষতি হচ্ছে ত্বক ও শরীরে। তাই এবার রায়গঞ্জে তৈরি হচ্ছে ভেষজ আবির। সেই আবির তৈরি করছেন বিশেষভাবে সক্ষম ও মহিলারা৷ তাঁরা এই কাজ করছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।
/anm-bengali/media/media_files/2025/03/09/wNWJrmHLj3FkY9wEcaWh.jpeg)