ভেষজ আবির তৈরির মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন বিশেষভাবে সক্ষমরা

আগামীকাল দোল। তবে রঙের উৎসবে কেমিক্যালের চোখ রাঙানি। বাজার ছেয়েছে কেমিক্যাল সমৃদ্ধ আবিরে। আর তাই রায়গঞ্জে তৈরি হচ্ছে ভেষজ আবির। আবির তৈরি করছেন বিশেষভাবে সক্ষম ও মহিলারা।

author-image
Jaita Chowdhury
New Update
preholi

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আগামীকাল দোল। নানান রঙের আবিরে নিয়ে খেলায় মেতে উঠবেন মানুষ যদিও এই দোল উৎসবে বাজার চলতি আবির ঘিরে মানুষজন সতর্ক থাকছেন। অধিক মুনাফা লাভের আশায় প্রচুর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে আবির। আর এই কেমিকেল মেশানো আবির থেকে ক্ষতি হচ্ছে ত্বক ও শরীরে। তাই এবার রায়গঞ্জে তৈরি হচ্ছে ভেষজ আবির। সেই আবির তৈরি করছেন বিশেষভাবে সক্ষম ও মহিলারা৷ তাঁরা এই কাজ করছেন এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে।

HOLI HAMIRPUR