New Update
/anm-bengali/media/media_files/2025/04/30/ACuXXBmkCdmetrWmMwII.jpg)
নিজস্ব সংবাদদাতা : বড়বাজারের মেছুয়া বাজারের ফলপট্টিতে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। আগুন লাগার কারণ জানতে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ।
/anm-bengali/media/media_files/3ba6vzgBU4ngis3JAz2J.jpg)
সম্প্রতি মনোজ বর্মা জানিয়েছেন, ইতিমধ্যেই তদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার বিশদে জানতে আজ, বুধবার, ঘটনাস্থলে পৌঁছাবে ফরেন্সিক দল। তারা আগুন লাগার উৎস ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হলেও, সবদিক খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী দল। স্থানীয়দের বয়ান, হোটেলের নিরাপত্তাব্যবস্থা এবং আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা—সবকিছুই থাকছে তদন্তের আওতায়।
/anm-bengali/media/media_files/2025/04/29/wxamWAQpKdc6x9edZvgV.jpeg)
এই ঘটনার জেরে এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us