New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা: আজ ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ তৃণমূল কর্মী ও সমর্থকদের। নানা জায়গা থেকে মানুষ আসছে "দিদি"র বক্তব্য শুনতে। আর কিছুক্ষনের মধ্যে সেখানে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কৃষ্ণনগর থেকে আগত এক সমর্থককে দেখা গেল মাথায় বিশেষ টুপি পরে ঘুরে বেড়াতে। ২১শে জুলাইয়ের শহীদদের নাম দিয়ে সাজানো কৃষ্ণনগর থেকে আসা পবিত্র সরকারের সেই টুপি। এছাড়াও সাম্প্রতিককালের বাঙালি বিদ্বেষ নিয়ে লেখা রয়েছে তাতে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/aumzxLuxtX4VEkys3mpj.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us