চোখের জল ও বারিধারা সঙ্গে নিয়ে বিদায় শোভাবাজার রাজবাড়ির দুর্গা প্রতিমার

রাজবাড়িতে সম্পন্ন হয় দর্পণে বিসর্জনের আচার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-10-02 at 20.51.14

File Picture

নিজস্ব সংবাদদাতা: সাবেকিয়ানার সঙ্গে বনেদিয়ানার মেলবন্ধনে আবারও শেষ হল শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব। ২৬৭ বছরের ঐতিহ্য মেনে এ বছরও দেবীবরণ, সিঁদুর খেলা, প্রতীকী নীলকণ্ঠ পাখি উড়িয়ে বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হল এই বনেদি পুজো।

সকালে পুজো পর্বের পর রাজবাড়িতে সম্পন্ন হয় দর্পণে বিসর্জনের আচার। এরপর দেবীকে বরণ ও কনকাঞ্জলি দিয়ে বিদায় জানান রাজপরিবারের সদস্যরা। বাহকের কাঁধে প্রতিমাকে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় বাগবাজার ঘাটে। সেখান থেকে জোড়া নৌকা করে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে নিরঞ্জন করা হয় প্রতিমার। প্রতীকীভাবে দেবী দুর্গার কৈলাসগমনের প্রতিচ্ছবি হিসেবে শোলা দিয়ে তৈরি নীলকণ্ঠ পাখি বেলুনে বেঁধে আকাশে ওড়ানো হয়।

একইসঙ্গে কৃষ্ণনগর রাজবাড়িতেও দশমীর দিন একই দৃশ্য ধরা পড়ে এদিন। রীতি মেনে দেবীবরণ, সিঁদুর খেলার পর শুরু হয় বিসর্জনের প্রস্তুতি।

প্রতিবছরের মতোই এ বছরও শোভাবাজার রাজবাড়ির এই বনেদি পুজো দেখার জন্য ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। ঐতিহ্য মেনে দেবীকে বিদায় জানিয়ে ফের শুরু হল বাঙালির নতুন অপেক্ষা— আগামী বছরের মহালয়ার।