দক্ষিণবঙ্গে বিদায় নিতে চলেছে বর্ষা, ফের বৃষ্টির সতর্কতা জারি — জানুন কখন কোথায় নামবে বৃষ্টি

রোজ ঝলমলে রোদ দেখে ধোঁকা খাবেন না, বিকেল হতেই নামতে পারে বৃষ্টি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
heavy rain gujarat

File Picture

নিজস্ব সংবাদদাতা: যাব, যাব করেও যাচ্ছে না বর্ষা। রোজ কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে শুরু করবে বর্ষা। যদিও যাওয়ার আগে ফের এক দফা বৃষ্টি ভিজিয়ে দেবে রাজ্যকে। তাই রোজ ঝলমলে রোদ দেখে ধোঁকা খাবেন না, বিকেল হতেই নামতে পারে বৃষ্টি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরুতেই বাংলা থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবারের পর থেকেই পশ্চিমের জেলাগুলিতে বর্ষা বিদায় শুরু হতে পারে। টানা ১৬ দিন এক জায়গায় স্থির থাকার পর ১৭তম দিনে সক্রিয় হয়েছে বর্ষা বিদায় রেখা, যার অবস্থান বর্তমানে রক্সৌল, বারাণসী, জব্বলপুর, আকোলা এবং আলিবাগের উপরে।

ইতিমধ্যেই গুজরাট থেকে বর্ষা বিদায় নিয়েছে। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের বেশ কিছু অংশ থেকেও সরে গিয়েছে বর্ষা। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বাকি অঞ্চল, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বিদায় নেবে। একই সময়ে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম এবং তেলঙ্গানাতেও শুরু হবে বর্ষা বিদায় পর্ব।

rain

এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। নদিয়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। হুগলি, ঝাড়গ্রাম এবং নদিয়াতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, তুলনামূলকভাবে উত্তরবঙ্গে থাকবে স্বস্তির আবহাওয়া। ভারী বৃষ্টির আশঙ্কা নেই, আকাশ থাকবে মূলত রৌদ্রোজ্জ্বল বা আংশিক মেঘলা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে স্থানীয়ভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার থেকেই মালদা ও দুই দিনাজপুরে শুষ্ক আবহাওয়া তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবারের পর উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক ও পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা।

বর্ষার বিদায় ঘণ্টা বেজে গেলেও, যাওয়ার আগে ফের একবার ভিজিয়ে দেবে বৃষ্টি। তাই আপাতত ছাতা সঙ্গে রাখাই ভালো।