/anm-bengali/media/media_files/hU9HtRG7QVTZJb75WdQV.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: রাত থেকেই মেঘলা আকাশ, আর ভোর হতেই শুরু হয়েছে অবিরাম বৃষ্টি। ঝিমঝিমে সেই বৃষ্টির রেশ ছড়িয়েছে সারা দিন জুড়ে, যার জেরে সোমবার সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা থেকে শুরু করে সাধারণ মানুষ।
আবহাওয়া দফতর জানিয়েছে, এই বৃষ্টি তাড়াতাড়ি থামার নয়। কারণ উপকূলবর্তী অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। দক্ষিণবঙ্গে সেই নিম্নচাপ আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। যার প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি, বাড়বে জলস্তর, রয়েছে বন্যার সম্ভাবনাও।
সোমবার রাজ্যের মোট ৭টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলাতেও ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/17/1000205642-491962.jpg)
কলকাতা ও সংলগ্ন শহরতলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার পর্যন্ত। জল জমে যাওয়ায় শহরের একাধিক এলাকায় সৃষ্টি হয়েছে হাঁটুজলের পরিস্থিতি।
গ্রামীণ এলাকাতেও অবস্থা উদ্বেগজনক। ডুবে গেছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল, রূপনারায়ণ ও দ্বারকেশ্বর নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। প্লাবিত হয়েছে খানাকুল, আরামবাগ-সহ একাধিক এলাকা।
তার উপর ডিভিসি (DVC) থেকে লাগাতার জল ছাড়া বন্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। গত এক সপ্তাহ ধরে প্রায় ৪৫ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি, যার জেরে প্লাবনের আশঙ্কা আরও তীব্র হয়েছে।
সব মিলিয়ে রাজ্যের একাধিক জেলায় এখন জল থৈথৈ পরিস্থিতি। বৃষ্টির প্রকোপে জনজীবন ব্যাহত, আর প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us