New Update
/anm-bengali/media/media_files/24CizLa42kashd1z89bT.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: পুরনো দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে এবার আরও বিস্ফোরক একদা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। 'কালীঘাটের কাকুর পর এবার কালীঘাটের ডাকুও যাবে'। 'কালীঘাটের ডাকু' বলতে তিনি কাকে নিশানা করেছেন তা স্পষ্ট না হলেও তাঁর ইঙ্গিত নিয়ে এর মধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।
নিয়োগ দুর্নীতি মামলায় দফতরে ডেকে পাঠিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তদন্তে সহযোগিতা করছেন না সুজয়কৃষ্ণ, এমনই অভিযোগের ভিত্তিতে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করেছে ইডি। এই নিয়ে বোমা ফাটান মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। কালীঘাটের ডাকু প্রসঙ্গ উত্থাপন করেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us