মলদ্বারে সোনা লুকিয়ে পাচারের চেষ্টা! গ্রেফতার মহিলা যাত্রী

সোনা পাচারের অভিযোগে কলকাতা বিমানবন্দরে আটক মহিলা যাত্রী।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ণ।,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ফের অভিনব কায়দায় সোনা পাচারের চেষ্টা কলকাতা বিমানবন্দরে। মলদ্বারে লুকিয়ে কলকাতায় আনা হচ্ছিল সোনা। শুল্ক দপ্তরের এয়ার ইন্টালিজেন্স শাখার আধিকারিকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল মহিলা পাচারকারী। উদ্ধার ৪৪৯ গ্রাম সোনা। যার বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ ৫ হাজার টাকারও বেশি। 

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, ব্যাংকক থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে শহরে এসেছিলেন অভিযুক্ত মহিলা যাত্রী। কিন্তু, মিস রুষদা নাজ নামে ওই মহিলার গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক দপ্তরের আধিকারিকদের। প্রথমে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু, প্রথমে জেরার মুখে কিছুই স্বীকার করতে চাননি ওই মহিলা। যদিও শেষে ভেঙে পড়েন। বিকাল পাঁচটা নাগাদ জানান, পায়ুপথে লুকানো আছে প্রায় পাঁচশো গ্রামের সোনার পেস্ট। ইতিমধ্যে সেই সোনা উদ্ধার করেছে শুল্ক দফতর। ওই মহিলা কোনও আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।