দমদমের কাছে ট্রেনে হঠাৎই ধোঁয়া! আতঙ্ক যাত্রীদের মধ্যে

হঠাৎ ট্রেনের একটি অংশে আগুন দেখে চিৎকার করে ওঠে ট্রেনের যাত্রীরা। দমদম স্টেশনে প্রায় ২০ মিনিট দাঁড় করিয়ে দেওয়া হয় লোকাল ট্রেনটি। ভাগ্যক্রমে বড় বিপদ এড়ানো গেছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
localkayani

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: চলন্ত কল্যাণী লোকালের একটি কামরা থেকে হঠাৎ ধোঁয়া বেরোনোয় আতঙ্ক ছড়িয়ে গেল যাত্রীদের মধ্যে। শনিবার সন্ধ্যায় দমদম স্টেশনে ঢোকা লোকাল ট্রেনটির একটি অংশে ধোঁয়া দেখে চিৎকার করে ওঠেন যাত্রীরা। আগুন ধরেছে, আশঙ্কা করে ট্রেন থেকে নামতে হুড়োহুড়ি পড়ে যায়। পরে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভায় রেল পুলিশ। প্রায় ২০ মিনিট দমদম স্টেশনে দাঁড়িয়ে থাকার পর আবার চলতে শুরু করে ওই কল্যাণী লোকাল। ট্রেনটি কাঁকুড়গাছি স্টেশন ছাড়ার পরে কামরায় থাকা টিএম বাক্সে ধোঁয়া এবং আগুন দেখে অনেকে। যাত্রীরা জানিয়েছেন যে ৭টা ২২ মিনিটে দমদম স্টেশনে ঢোকে ট্রেনটি। ৭টা ৫২ মিনিটে ট্রেনটি দমদম স্টেশন ছাড়ে।