"আমরা কেউ রাস্তায় পরে থাকতে চাইনা"- মন্তব্য আন্দলোনকারীদের

অধিবেশন শুরুর দিনই বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। তাদের টেনে হিঁচড়ে চলন্ত প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। আন্দোলনকারীদের দাবি প্রতিশ্রুতি দিলে হবেনা। সমাধান চাই তাদের

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা : বিধানসভার বাইরে এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে সংঘাত পুলিশের।  অধিবেশন শুরুর দিনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তাদের। সময়ের সাথে সাথে বিক্ষোভকারীদের উত্তেজনার পারদ চড়তে থাকে।  টেনে হিঁচড়ে , চ্যাংদোলা করে পুলিশের গাড়িতে তুলছে তাদের।  গ্রেপ্তার করা হচ্ছে তাদের।  বিধানসভার বাইরে রাস্তায় শুয়ে পরেছেন তারা। শুধুই প্রতিশ্রুতি।  মেলেনি চাকরি।  অভিযোগ বিক্ষোভকারীদের।  পুলিশের সংখ্যা বেশি , বিক্ষোভকারীদের সংখ্যা কম। আজ থেকে শুরু হয়েছে বাজেট।  আর আজই আন্দোলনকারীদের চুলের মুঠি ধরে সরানো হচ্ছে জায়গা থেকে বলে অভিযোগ।  "আমরা কেউ রাস্তায় পরে থাকতে চাইনা।  এর সমাধান চাই।"

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood