New Update
/anm-bengali/media/media_files/2025/06/23/water-logging-2025-06-23-18-51-51.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সকালে কড়া রোদ আর বেলা বাড়তেই অন্ধকারে ঢাকলো তিলোত্তমা। তারপর ঘণ্টা দেড়েকের মুষলধারে বৃষ্টিতে জলের তলায় গেল শহর। কলকাতায় ফিরলো জলজমার চেনা ছবি। কলকাতার একাধিক রাস্তায় হাঁটুজল জমেছে। অফিস ফেরত যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছাবে তা একপ্রকার নিশ্চিত। গড়িয়া, বেহালা, কাঁকুড়গাছি, শ্যামবাজার— শহরের নানা প্রান্তে জল দাঁড়িয়ে থাকার কারণে যানজটও দেখা দিয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন পথচলতি মানুষ।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি চলবে আগামী রবিবার পর্যন্ত। বৃষ্টির কারণে আগামী কয়েকদিন স্কুল-কলেজ ও অফিস চলাচলেও ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us