নিজস্ব সংবাদদাতা: মুর্শিদাবাদে সাম্প্রতিক অশান্তি ও হিংসার ঘটনার পর এবার বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল রাজ্য পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে গঠিত এই SIT-এ মোট ন’জন সদস্য রয়েছেন।
এই বিশেষ দলের মধ্যে থাকছেন তিনজন ডেপুটি সুপারিনটেনডেন্ট এবং ছ’জন পুলিশ ইনস্পেক্টর। SIT মূলত মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তি এবং হিংসা সংক্রান্ত সমস্ত মামলার তদন্তের দায়িত্ব গ্রহণ করবে।
এর আগে, পশ্চিমবঙ্গ পুলিশের ADG (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম কড়া বার্তা দিয়ে বলেছিলেন, “এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না”। এরপরই SIT গঠনের সিদ্ধান্ত রাজ্য পুলিশের তরফে আসে।
/anm-bengali/media/media_files/2025/04/16/L1Nl3SZ9akavzqhkwHwc.jpeg)
SIT-এ কারা রয়েছেন?
১ শান্তনু চৌধুরী – অ্যাডিশনাল পুলিশ সুপার, আইবি
২ বিজয় যাদব – ডেপুটি পুলিশ সুপার, সিআইএফ
৩ কৌশিক ঘোষ – ডেপুটি পুলিশ সুপার, সিআইডি
৪ অসিম মণ্ডল – ইন্সপেক্টর, সিআইডি
৫ রাজর্ষি দত্ত – ইন্সপেক্টর, ট্রাফিক হেডকোয়ার্টার
৬ অনুপম চক্রবর্তী – ইন্সপেক্টর, সিআইডি
৭ তন্ময় ঘোষ – ইন্সপেক্টর, সিআইডি
৮ তুহিন দাস – ইন্সপেক্টর, সিআইডি
৯ সুদীপ্তা দে – আইসি সাইবার, সুন্দরবন জেলা পুলিশ
এই তদন্তকারী দল তৈরি হয়েছে স্থানীয় জেলা পুলিশ, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা (আইবি), STF ও CID-এর সম্মিলিত প্রচেষ্টায়।