বাংলায় দ্রুত শুরু হবে SIR, নির্বাচন কমিশন জেলাগুলিকে দিল চূড়ান্ত নির্দেশ

চলতি সপ্তাহের মধ্যেই সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) দ্রুত শুরু করতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’-এর কাজ এখনও শেষ হয়নি বলে জানা গেছে। তাই কমিশনের পক্ষ থেকে জেলাগুলিকে জানানো হয়েছে আগামীকাল (১৬ অক্টোবর)-এর মধ্যেই কাজ শেষ করতে হবে এবং চলতি সপ্তাহের মধ্যেই সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে।

কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে ২০২৫ সালের ভোটার তালিকা মিলিয়ে দেখাই ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’-এর মূল লক্ষ্য। এই কাজ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা ছিল ১৫ অক্টোবর, কিন্তু সেই সময়সীমার মধ্যে কাজ শেষ হয়নি। বুধবারের বৈঠকে বিষয়টি স্পষ্ট হয়।

SIR

কমিশন সূত্রে খবর, দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় এই কাজ সবচেয়ে পিছিয়ে রয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে সেখানকার প্রক্রিয়া বিলম্বিত হয়েছে। তবে কমিশন জানিয়েছে, বিশেষ পরিস্থিতি মাথায় রেখেও দ্রুত কাজ শেষ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ SIR-এর ভিত্তি হিসেবে কাজ করবে। এতে ২০০২ এবং ২০২৫ সালের ভোটার তালিকার ফারাক বোঝা যাবে, যা ভবিষ্যতের ভোটার যাচাই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।