/anm-bengali/media/media_files/2025/08/05/voter-list-2025-08-05-12-16-11.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর পরই কি বাংলায় শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন (SIR)? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজকুমার আগরওয়ালের এক নির্দেশ ঘিরে জল্পনা তীব্রতর হল। সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্যে আবেদনপত্র (এনুমারেশন ফর্ম) ছাপানোর প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যে মোট ভোটারের দ্বিগুণ ফর্ম ছাপানো হবে—সংখ্যায় প্রায় ১৫ কোটি।
সিইও দফতর জানিয়েছে, এত বিপুল সংখ্যক ফর্ম এক জায়গায় ছাপানো সম্ভব নয়। তাই প্রতিটি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখে ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হবে। যেখানে ছাপার সুবিধা নেই, সেক্ষেত্রে কলকাতা থেকেই ফর্ম পাঠানো হবে। বর্তমানে রাজ্যে প্রায় ৭.৬৫ কোটি ভোটার রয়েছেন। সেই হিসেবেই দ্বিগুণ ফর্ম ছাপানোর সিদ্ধান্ত হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রতিটি ভোটারের নাম-সহ তথ্যযুক্ত ফর্ম অনলাইনে পাঠানো হবে। সেগুলি এলেই মুদ্রণের কাজ শুরু হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/31/voter-list-application-2025-08-31-21-28-18.jpg)
অন্যদিকে, পুজোর আগেই রাজ্যের বাকি থাকা প্রায় ৭৫ হাজার বুথ লেভেল অফিসারকে (বিএলও) প্রশিক্ষণ দেওয়ার কাজ সম্পূর্ণ হবে। ইআরও ও এইআরও-রা এই প্রশিক্ষণ দেবেন। আগামী ২১-২২ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে এখন নজর থাকছে—কবে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফর্ম ছাপানোর কাজ এবং পুজোর পরেই কি সত্যিই রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনের সূচনা হবে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us