/anm-bengali/media/media_files/2025/07/31/sir-2025-07-31-20-49-11.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আগামী সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন (SIR) নিয়ে প্রস্তুতি শুরু করল বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সূত্রের খবর, শনিবার ও সোমবার টানা দুই দিন বৈঠক করবে সিইও দফতর। সোমবার প্রত্যেক জেলার অতিরিক্ত জেলাশাসকদের সঙ্গে আলোচনায় বসে জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হবে। তার আগে শনিবার অভ্যন্তরীণ বৈঠকে বসবেন দফতরের আধিকারিকরা।
বিহার থেকেই শুরু হয়েছে SIR প্রক্রিয়া। সেখানে প্রায় ৬৪ লক্ষ নাম বাদ পড়ায় ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে খসড়া তালিকা সংশোধনের কাজ চলছে। এবার বাংলাতেও কি সেই প্রক্রিয়া শুরু হবে? তা নিয়ে জল্পনা বাড়ছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/08/31/voter-list-application-2025-08-31-21-28-18.jpg)
রাজ্যের সিইও মনোজ আগারওয়াল জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে বিহারের অভিজ্ঞতার আলোকে বিস্তারিত তথ্য পেশ করবেন। আগামী ১০ সেপ্টেম্বর দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের ডাকা বৈঠকে বাংলার প্রস্তুতি ও প্রস্তাবনা জানাবেন তিনি।
সম্প্রতি দিল্লিতে সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ইঙ্গিত দিয়েছিলেন, বাংলায়ও ভোটার তালিকার এই নিবিড় পরিমার্জন প্রক্রিয়া চালু হতে পারে। এবারের প্রস্তুতি সেই দিকেই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us