আজ থেকে শুরু SIR- এর কাজ, এই ৪টে পরামর্শ জানা থাকলে আতঙ্কের কিছু নেই

রাজ্য জুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (SIR) আতঙ্কে একের পর এক আত্মহত্যার অভিযোগ। তবে আতঙ্ক নয়, সজাগ থাকুন। বিএলও-রা ভোটারদের যাবতীয় তথ্য কমিশনে পাঠাবেন।

author-image
Anusmita Bhattacharya
New Update
1974062-sir

নিজস্ব সংবাদদাতা: আজ থেকে শুরু এসআইআর সংক্রান্ত কাজ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবে বিএলও-রা। তার আগে রইল কিছু জরুরী পরামর্শ। 

১. আপনার নাম যদি ২০০২ সালের ভোটার লিস্টে থাকে তবে আপনার আর কোনও কিছু লাগবে না। 
২. যদি আপনার নাম ২০০২ সালের পরে ভোটার তালিকায় ওঠে তবে আপনার বাবা-মায়ের ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেই হবে। 
৩. যদি দুটোর মধ্যে কোনওটাই না হয় তাহলেও একাধিক উপায় রয়েছে। 
৪. পাসপোর্ট সাইজের এক কপি কালার ছবি সঙ্গে রাখবেন।

OIF (1)