এসআইআর-এ সবচেয়ে এগিয়ে বাংলা, বিএলও-দের কাজের প্রশংসা কমিশনের

গত মঙ্গলবার শুরু হয় এসআইআর–এর প্রক্রিয়া।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
SIR

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR)-এর কাজ শুরু হতেই যেখানে রাজ্যের রাজনৈতিক মহলে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক ও আশঙ্কা, সেখানে কাজের গতি ও প্রস্তুতিতে এবার বাংলাকে এগিয়ে থাকা রাজ্য বলে মনে করছে নির্বাচন কমিশন। দেশের ১২টি রাজ্যের মধ্যে সবচেয়ে দ্রুত অগ্রগতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ, কমিশন সূত্রে এমনই খবর।

গত মঙ্গলবার শুরু হয় এসআইআর–এর প্রক্রিয়া। কমিশনের দেওয়া হিসেব বলছে, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত রাজ্যের ২ কোটি ১ লক্ষ ভোটারের হাতে Enumeration Form পৌঁছে দিয়েছেন বিএলও–রা। এই সংখ্যায় অন্য কোনও রাজ্য এখনও বাংলার ধারেকাছে নেই।

ফর্ম মুদ্রণ, বিতরণ এবং প্রশিক্ষণ— তিন ক্ষেত্রেই বাংলার প্রস্তুতি “সন্তোষজনক”, এমনটাই জানিয়ে প্রশংসা করেছে নয়াদিল্লি। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, “বাংলার বিএলও-রা অত্যন্ত দ্রুত ও দায়িত্বশীলভাবে কাজ করছেন”।

1974062-sir

উল্লেখ্য, রাজ্যের অধিকাংশ বিএলও হলেন স্কুলশিক্ষক। ফলে স্কুলের ক্লাস চালিয়ে নির্বাচন কমিশনের কাজ সামলানো নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকে। এসআইআর শুরু হওয়ার আগেই শিক্ষক-বিএলওদের তিন দফা দাবি সামনে আসে। প্রধান দাবি ছিল -কমিশনের কাজের সময় ‘অন-ডিউটি’ দেখাতে হবে, যাতে স্কুলে গরহাজিরা না পড়ে।

কমিশন যদিও আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেয়নি, তবে বৃহস্পতিবার জেলাশাসকদের মাধ্যমে পৌঁছানো নতুন বিবৃতিতে বলা হয়েছে এসআইআর একটি ‘ফুল-টাইম জব’। ফলে বিএলও-রা মনে করছেন, স্কুলে নিয়মিত হাজিরার উপর আপাতত চাপ কমবে। শিক্ষা দফতরও স্কুলে উপস্থিতি নিয়ে নতুন কোনও বিধিনিষেধ জারি করেনি। সূত্রের দাবি, ইতিমধ্যেই বহু জেলায় ইআরও-রা অলিখিতভাবে ‘অন-ডিউটি’ স্ট্যাটাসকে সম্মতি দিয়েছেন।