SIR ফর্ম বিলি নিয়ে কড়া ব্যবস্থা কমিশনের, ৮ বিএলও-কে শোকজ, ৮ এজেন্টের বিরুদ্ধে FIR

ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা শোকজের সিদ্ধান্ত কার্যকর করলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission  a

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকার নিবিড় পরিমার্জন প্রক্রিয়া (SIR) শুরু হতেই রাজ্যজুড়ে অভিযোগের ঝড়। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলির নিয়ম থাকা সত্ত্বেও একাংশের বিরুদ্ধে উঠেছিল রাস্তার ধারের চায়ের দোকান, স্কুল বা পার্টি অফিস থেকে ফর্ম বিলির অভিযোগ। সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে অবশেষে পদক্ষেপ করল নির্বাচন কমিশন। কোচবিহার ও উত্তর ২৪ পরগনাসহ একাধিক জেলার অভিযুক্ত বুথ লেভেল অফিসারদের শোকজ করা হল।

কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল— বাড়ি বাড়ি গিয়েই এনুমারেশন ফর্ম দিতে হবে। তবুও নির্দেশ লঙ্ঘনের ঘটনা চোখে পড়তেই জেলা ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসাররা শোকজের সিদ্ধান্ত কার্যকর করলেন। অভিযোগ, সংশ্লিষ্ট বিএলও-রা নির্দিষ্ট নিয়ম ভেঙে নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছিলেন। কমিশন আগেই জানিয়েছিল, নির্দেশ না মানলে ব্যবস্থা নেওয়া হবে।

1974062-sir

শুধু বিএলও নয়, একইসঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আটজন এজেন্টের বিরুদ্ধেও এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, এঁরা বাড়ি বাড়ি গিয়ে মৃত ব্যক্তিদের নামেও ফর্ম পূরণ করানোর চেষ্টা করছিলেন এবং জীবিতদের ওপর চাপ তৈরি করছিলেন। কমিশন সূত্রে খবর, এই আটজনের মধ্যে তৃণমূল কংগ্রেসের এজেন্টের সংখ্যাই বেশি।

পরিসংখ্যান বলছে, বিএলএ-২ দেওয়ার ক্ষেত্রে তৃণমূল ও বিজেপির মধ্যে লড়াই প্রায় সমান সমান। রাজনীতির লড়াই চলছে সমান্তরাল পথে, আর তার মাঝেই কমিশনের কড়া পদক্ষেপ নতুন করে চাপে ফেলেছে প্রশাসন এবং স্থানীয় নেতৃত্বকে।