/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও ভোটার তালিকা সংশোধনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগস্টের শুরুতেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সেই প্রস্তুতির অঙ্গ হিসেবেই শনিবার কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হল এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা, যেখানে চারটি জেলার AERO (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার), BLO (বুথ লেভেল অফিসার) এবং সুপারভাইজাররা অংশ নেন।
এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় যুক্ত কর্মীদের হাতে তথ্যপূর্ণ ও বাস্তবসম্মত নির্দেশনা তুলে দেওয়া। প্রশিক্ষণে SIR (Special Intensive Revision) সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়, যদিও এখনই এই রিভিশনের ঘোষণা হয়নি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/26/blo-training-2025-07-26-16-12-39.webp)
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এই প্রসঙ্গে বলেন, “SIR ভবিষ্যতে হতেই পারে। আমরা জানি না কবে হবে। কিন্তু একাধিকবার ট্রেনিং করানো সম্ভব নয়। তাই একবারেই পুরো সিলেবাস ছুঁয়ে দেওয়া হচ্ছে”।
তিনি জানান, রাজ্যে বর্তমানে ৮১,০০০ বুথ রয়েছে, এবং আরও ১৪,০০০ নতুন বুথ যোগ হওয়ার কথা। এই প্রক্রিয়ায় প্রত্যেক বিএলও-কে প্রশিক্ষণের আওতায় আনা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us