/anm-bengali/media/media_files/2025/01/16/2ipKWIAhWPe8tTGk8oV5.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড় ধাক্কা খেল রাজ্য সরকার ও কমিশন। ‘চিহ্নিত অযোগ্যদের’ নতুন নিয়োগে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে না—এই মর্মে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। বিচারপতি সৌমেন সেন ও উদয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানিয়ে দেয়, অযোগ্যদের নিয়োগে অংশগ্রহণের অধিকার নেই।
এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও এসএসসি ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। তবে সেখানেও ব্যর্থ হল তারা।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/4blNOQAHKZSnfe39lcIw.jpg)
এসএসসি-র পক্ষে দাঁড়িয়ে সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, অযোগ্যদের নিয়োগে সুযোগ না দিলে তা তাঁদের মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল হবে। তিনি যুক্তি দেন, যদি সুপ্রিম কোর্ট একবার বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয়, তাহলে আবার পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করা মানে ‘দ্বৈত শাস্তি’।
তবে বিচারপতিরা রাজ্যের এই যুক্তিকে মানেননি। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, অযোগ্যদের নিয়োগে অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us