New Update
/anm-bengali/media/media_files/sQ20nKLiWT5Ai8vQjWOX.png)
প্রতীকী ছবি
নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ আগে পর্যন্ত সোনা (Gold) ও রূপোর দাম (Silver Price) রেকর্ড উচ্চতায় চলে গিয়েছিলো। এবার আবার চাহিদা কমে যাওয়ায় সোনা ও রূপোর দাম কমেছে। শুক্রবার কলকাতায় সোনার বাজারদর ছিলো কিছুটা উর্ধমুখী। তবে সপ্তাহের শেষের দিকে অর্থাত্ শনিবার সকালে বাজার খুলতেই কমলো দাম। যদিও সোনার দাম (Gold Price) আজ স্থিতিশীল। তবে দাম কমেছে রূপোর। শুক্র এবং শনিবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম হলো ৬১,১৫০ টাকা। এদিকে, প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম হলো ৫৬,০৫০ টাকা। গতকাল কলকাতায় রূপোর দাম ছিলো ৭৭,৬০০ টাকা প্রতি কেজি। ৭০০ টাকা প্ৰতি কেজি সেই দাম কমলো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us