নিজস্ব সংবাদদাতা: এবার ট্যুইট করে ফের শোরগোল ফেলে দিলেন অমিত মালব্য। তিনি বলেছেন, "পশ্চিমবঙ্গ রাজ্য গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর স্বীকারোক্তি: “মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে একটি ফোন এসেছিল যে তিনি এমন একটি সমাবেশ দেখে খুব খুশি।” মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী"। তিনি সিদ্দিকুল্লাহ চৌধুরীর বক্তব্যের ভিডিও সামনে এনেছেন। অমিত মালব্যের ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
/anm-bengali/media/media_files/uLjzeANphJztqzU8u679.jpg)