আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে পুজো মন্ডপে বসলো 'শিরদাঁড়া', কি ঘটল তারপর?

সাঁতরাগাছি তে দুর্গা পুজোর মণ্ডপে বিচারের দাবিতে 'শিরদাঁড়া' বসানো হয়েছিল। সকালে এটি ইনস্টল করা হলে ছবি প্রকাশ্যে আসার পর পুলিশের তলব শুরু হয়।

author-image
Debapriya Sarkar
New Update
Protest

নিজস্ব প্রতিবেদন : আরজি কর কাণ্ডের পর 'শিরদাঁড়া' সাহসিকতার প্রতীক হয়ে উঠেছিল, যা চিকিৎসকদের প্রতিবাদকে অন্য মাত্রায় নিয়ে যায়। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনিত গোয়েলকে 'শিরদাঁড়া' উপহার দেওয়ার ঘটনাও ঘটে। এখন পুজোর সময়, উমা মায়ের আরাধনায় 'শিরদাঁড়া' পুজো মণ্ডপেও জায়গা করে নিয়েছে। তবে, বেলেঘাটার পরে প্রকাশ্যে এল 'শিরদাঁড়া'কে আড়াল করার নতুন ছবি, যা নতুন বিতর্কের সৃষ্টি করেছে।

Protest

ঘটনাটি ঘটেছে সাঁতরাগাছি তে, যেখানে দুর্গা পুজোর মণ্ডপে বিচারের দাবিতে 'শিরদাঁড়া' বসানো হয়েছিল। সকালে এটি ইনস্টল করা হলেও, ছবি প্রকাশ্যে আসার পর পুলিশের তলব শুরু হয়। পুলিশ আসার পরই মণ্ডপে শিরদাঁড়া তড়িঘড়ি ঢেকে দেওয়া হয় ত্রিপলে। পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি করা হয়েছে, তবে পুলিশের তরফ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।