/anm-bengali/media/media_files/2025/07/03/whatsapp-image-2025-07-03-2025-07-03-16-40-00.jpeg)
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম মহিলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হলেন রাণিতা সেনগুপ্ত। গত ৩০ জুন অবসর গ্রহণ করেন বিদায়ী মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী। তার জায়গায় এলেন এমন এক অভিজ্ঞ ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ডেপুটি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব পালন করেছেন। তিনি হলেন রাণিতা সেনগুপ্ত। এবার নতুন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্ব গ্রহণ করলেন তিনি আজকে। তাকে স্বাগত জানানোর জন্য এদিন স্বাস্থ্য বিভাগের অন্যন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই মুহূর্তে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ষাকালে বৃষ্টির ফলে মশাবাহিত রোগের মোকাবিলা হচ্ছে বড় চ্যালেঞ্জ। কী হবে ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রতিরোধের সঠিক পদক্ষেপ? এটাই এখন মুখ্য স্বাস্থ্য আধিকারিক রাণিতা সেনগুপ্তর কাছে বড় চ্যালেঞ্জ।