২১ জুলাই- "মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃশংসভাবে হত্যা হওয়ায় ইনি আজ কোলকাতায় শহীদ দিবস পালন করতে এসেছিলেন"- মহিলার বক্তব্যে নেটপাড়ায় হাসির রব- শেয়ার বিজেপি নেতার- রইল ভিডিও

কি শেয়ার করলেন অনুপম হাজরা?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
New Project (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২১ জুলাইয়ের শহীদ দিবসের পর বিজেপি নেতা অনুপম হাজরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে ২১ জুলাই তৃণমূলের সভায় আসা এক মহিলার বক্তব্য সামনে এনেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন তার বক্তব্য।

যেখানে লেখা, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃশংসভাবে হত্যা হওয়ায় ইনি আজ কোলকাতায় শহীদ দিবস পালন করতে এসেছিলেন"। অনুপম হাজরার এই পোস্ট ঘিরে শোরগোল শুরু হয়েছে। আপনাদের জন্যও রইল সেই ভিডিও-