ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করলেন শশী পাঁজা — “কর্ণাটকের বিজেপি সাংসদের মন্তব্য অপমানজনক ও দেশবিরোধী”

“গুরুদেব আমাদের কাছে দেবতার মতো, তাই এই অপমান আমরা মেনে নেব না”—বললেন তৃণমূল নেত্রী।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-08 4.50.06 PM

নিজস্ব সংবাদদাতা: আজ সকালে ঠাকুরবাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কর্ণাটকের বিজেপি সাংসদের সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন, “আজ আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরবাড়ির সামনে—একটি এমন জায়গায় যা প্রত্যেক বাঙালির অনুপ্রেরণার কেন্দ্র। কিন্তু কর্ণাটকের বিজেপি সাংসদের যে উদ্ধত মন্তব্য আমরা শুনেছি, তা শুধুই অপমানজনক নয়, সম্পূর্ণ দেশবিরোধী।”

মন্ত্রী আরও বলেন, “আমরা এই মন্তব্যের জন্য তাঁর অবিলম্বে পদত্যাগ দাবি করছি। কারণ এমন মানুষ সংসদে থাকার যোগ্য নন। আমরা শুধু রাজনৈতিকভাবে নয়, মানসিক ও সাংস্কৃতিক দিক থেকেও এই ইস্যুর সঙ্গে গভীরভাবে যুক্ত। গুরুদেব আমাদের কাছে দেবতার মতো, তাঁর প্রতি অসম্মান মানে আমাদের আত্মপরিচয়ের প্রতি অসম্মান।”